সেতু সহ ৫ দাবিতে ভোলা বাসীর শাহবাগ অবরোধ

রিপোর্টার লক্ষণ পাল: ভোলা থেকে বরিশাল যাতায়াতে সেতু নির্মাণ সহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছেন ভোলা বাসী।গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা।
আন্দোলন কর্মসূচিতে ঢাকায় বসবাসরত বোলার বাসিন্দারা নানা ব্যানার পিস্টন সহ উপস্থিত ছিলেন। অন্য দাবিগুলো হলো ভোলা মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, গ্যাস সংযোগ প্রদান প্রভৃতি। এদিকে অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আন্দোলনকারীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ কর্মসূচি ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থেকে শাহবাগ থেকে বাংলা মটর মুখী সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ। মিছিল যমুনার দিকে এগোতে চাইলে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। আন্দোলনকারীরা জানান, তাদের প্রধান দাবি বোলা বরিশাল সেতু নির্মাণ। এটি ভোলা জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির জন্য এই সেতু অত্যন্ত জরুরী বলে তারা মনে করেন।
আন্দোলনকারীরা বলেন হাজারো মানুষের উপস্থিতি তাদের দাবির প্রতি ভোলা বাসীর একাত্মতার প্রমাণ। কয়েকদিন ধরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান করেছেন তারা। পোলা বরিশাল সেতু চালু হলে দুই দিকের মানুষের সংযোগ স্থাপন হবে। মানুষ খুবই উপকৃত হবে। তাই আমরা চাই সরকার আমাদের দাবি বিবেচনায় নিয়ে প্রত্যাশার এই সেতু নির্মাণ করে দিক।

