সেনবাগে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

প্রকাশিত: 4:15 pm, August 2, 2025 | আপডেট: 4:15 pm,

সেনবাগে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে মাঠে মো. আবদুল মান্নান

 

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৩১ দফা দাবির প্রচারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঐতিহ্যবাহী ছাতারপাইয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করে সেনবাগ উপজেলা বিএনপি।

 

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন।

 

বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ কর্মসূচিতে অংশ নেন। “জুজুর ভয় আর নয়, ধানের শীষের হবে জয়”—এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল, সাবেক পৌর কাউন্সিলর মহিন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু, ইউনিয়ন যুবদল নেতা মো. জসিম উদ্দিন ভাসানী ও মো. ইয়াসিন ভূঁইয়া সোহেল, ছাত্রদল নেতা মনির আহাম্মেদ জুলেট প্রমুখ।

 

অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *