সেনবাগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন


প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের: নোয়াখালীর সেনবাগে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় সেনবাগ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল মান্নান সমর্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু, ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ভাসানী, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মেদ জুলেট, হারুন মেম্বার, মহিন উদ্দিন, সমুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।