সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪ | আপডেট: ৬:১৬ অপরাহ্ণ,

সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুক্তিজোট

২৫শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুলের যৌথ বিবৃতিতে তানজিম সারোয়ারের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁরা নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ২৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মো. তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন।

‘দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের’ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থান পরবর্তী সরকারের ৪৫ দিন অতিবাহিত হওয়ার পরও আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ তৎপর না হওয়ার কারণে দুস্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। ষড়যন্ত্রকারী দুস্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারই অংশ হিসাবে দায়িত্ব পালনকালে দুস্কৃতকারীদের কতৃর্ক পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে।

এ কারণে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত সক্রিয় করাসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তাঁরা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *