সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ এক যুবককে আটক করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা ১৫ মিনিটে সোনামসজিদ বিওপি’র টহল দল কানসাট গ্রামে অভিযান চালায়। এ সময় উমরপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (২৫), পিতা: সেতাবুর রহমানকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। বিজিবির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।