সোনারগাঁওয়ের শাকিল হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাব্বির গ্রেফতার

প্রকাশিত: 7:06 pm, December 29, 2025 | আপডেট: 7:06 pm,

সোনারগাঁওয়ের শাকিল হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাব্বির গ্রেফতার

জেসমিন আক্তার রোদেলা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আশরাফুল ইসলাম ওরফে শাকিল (৩৩) হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সাব্বির (২৫)-কে ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

 

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১০ আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

 

ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের নভেম্বর মাসে নিহত আশরাফুল ইসলাম ওরফে শাকিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর সেনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় আসামি মো. সাব্বিরসহ অন্যান্যদের সঙ্গে বসবাস করতেন। ২১ নভেম্বর ২০২১ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে পারিবারিক কথাবার্তা শেষে শাকিল ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে স্বজনরা ভাড়া বাসায় গিয়ে তার কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে বিছানার ওপর চাদর মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে ২১ নভেম্বর রাত ৪টা থেকে ২২ নভেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটের মধ্যে যেকোনো সময়ে শাকিলকে হত্যা করা হয়।

 

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ২৩ নভেম্বর ২০২১ তারিখে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় রুজু করা হয় (মামলা নং-২৫)। দীর্ঘদিন ধরে মামলার আসামিরা আত্মগোপনে থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।

 

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং দীর্ঘ অনুসন্ধানের পর মূল আসামি মো. সাব্বিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব জানায়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অপরাধীকে আইনের আওতায় আনার এই অভিযান প্রমাণ করে—অপরাধ করে কেউই আইনের হাত থেকে চিরদিন পালিয়ে থাকতে পারে না।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *