সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসাইন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পরমেশ্বরদী এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া গুরুতর আহত হয়েছেন। শুধু তাই নয়, হামলাকারীরা তার স্ত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে।
অভিযোগ উঠেছে এলাকার কুখ্যাত সন্ত্রাসী কামাল ওরফে কসাই কামাল, তার সহযোগী ইমান হোসেন ও রাজিব মিয়াসহ একটি সংঘবদ্ধ চক্র এই জঘন্য হামলা চালিয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কসাই কামাল এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৪–১৫ বছর আগে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে জলিল সাড়ে ৪ শতক জমি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণের উদ্যোগ নেন। মঙ্গলবার সকালে পরিবার নিয়ে কাজ শুরু করলে সন্ত্রাসী কামাল ও তার সহযোগীরা মোটা অংকের চাঁদা দাবি করে। জলিল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দলবদ্ধভাবে হামলা চালিয়ে জলিলকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
জলিলকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে আসলে ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে তার কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে ও তার পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়। বর্তমানে গুরুতর আহত জলিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত জলিলের মা রাবেয়া বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এলাকার সাধারণ মানুষ বলেন, “কসাই কামাল নামক এই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিন্তু রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী এতদিন তাকে দমন করতে পারেনি।”
অভিযুক্ত কামালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদ খান বলেন, “ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

