সোহাগ হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক: আলোচিত সোহাগ হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, পুরান ঢাকা এলাকাকেন্দ্রিক সেনাবাহিনী টহল বৃদ্ধিসহ ছয় দফা দাবি জানিয়ে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা।
দুপুরে রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, তাদের ব্যবসা রক্ষা করতে হলে আগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বলেন, এই এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যা এখন আরও গুরুতর আকার ধারণ করেছে। নেতারা বলেন, গত ৯ জুলাই মিটফোর্ড এলাকায় যেভাবে সোহাগকে হত্যা করা হয়, তা গোটা ব্যবসায়ী সমাজের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসময় ব্যবসায়ী শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
এসময় মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি সৈয়দ মোঃ বশির উদ্দীন, বাংলাদেশ পাইকারি গরমসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ গোলাম মাওলা সহ সমিতির অন্যন্য নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।