সৌদিতে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়: কুমিল্লা থেকে গ্রেফতার ১


বাকেরগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুমিল্লা থেকে শফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
২১ জুলাই সকালে ফরিদপুর ইউনিয়নের আক্কাস গাজীর ছেলে তরিকুল ইসলামের ইমো নাম্বার থেকে ফোন দিয়ে তাকে অপহরণ করার কথা জানানো হয়। নির্যাতনের ভিডিও দেখিয়ে অপহরণকারীরা ২০ লাখ টাকা দাবি করে।
পরবর্তীতে বিকাশ ও নগদের মাধ্যমে আক্কাস গাজী ও তার বড় ছেলে আফজাল হোসেন মোট ১০ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেন। ২২ জুলাই তরিকুলকে মুক্তি দেওয়া হয়।
ঘটনার পরদিন আক্কাস গাজী বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করলে তদন্তে বিকাশ নম্বরের সূত্র ধরে কুমিল্লা থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সৌদি আরবেও তারা মিয়া নামে একজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।