হযরত শাহসুফি সৈয়দ রহমত কবির মিয়া শাহ (ক.)’র ৪২তম বার্ষিক ওরশ শরীফ ২ আগস্ট

প্রকাশিত: 4:26 pm, July 26, 2025 | আপডেট: 4:26 pm,

হযরত শাহসুফি সৈয়দ রহমত কবির মিয়া শাহ (ক.)’র ৪২তম বার্ষিক ওরশ শরীফ ২ আগস্ট

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর অন্যতম খলিফা হযরত সৈয়দ মাওলানা আমিনুল হক হারবাংগিরী (ক.)’র একমাত্র সুযোগ্য পুত্র হাজত রওয়া, মুসকিল কোশা, হাদিয়ে জামান, ফানাফিল্লা, বাকাবিল্লা, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ রহমত কবির মিয়া শাহ (ক.)’র ৪২তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে ও ভক্ত-আশেকানের মিলনমেলার মধ্য দিয়ে আগামী ১৮ শ্রাবণ, ২ আগস্ট ২০২৫, শনিবার, বোয়ালখালী উপজেলাধীন পূর্ব চরণদ্বীপের চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফে আঞ্জুমানে আশেকানে গাউছে হারবাংগিরী (শাহ মোহাম্মদিয়া)’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর মাজার শরীফে গোসল শরীফ ও পুষ্পমাল্য প্রদান, বাদে জোহর খতমে কোরআন, খতমে খাজেগান ও খতমে তাহলিল, বাদে আছর থেকে বাদে এশা পর্যন্ত মিলাদ মাহফিল এবং রাত ১১টায় আখেরি মোনাজাত ও ভক্ত-আশেকানদের মাঝে তবারুক বিতরণ। রাত ১২টার পর থেকে ফরজের নামাজের পূর্বপর্যন্ত মাইজভাণ্ডারী জলসা, সেমা ও কাওয়ালি।

এই ওরশ শরীফে মাইজভাণ্ডারী তরিকার সকল ভক্ত-আশেকানদের এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দরবারের পীরজাদা ও সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ মিঞা শাহ (ম.জি.আ), বড় শাহজাদা সৈয়দ রহমান মিঞা আল-হারবাংগিরী, আল মাইজভাণ্ডারী (ম.জি.আ) ও ছোট শাহজাদা সৈয়দ মাওলানা আহমদ মিঞা আল-হারবাংগিরী, আল মাইজভাণ্ডারী (ম.জি.আ)।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *