হরিপুর-চিলমারী তিস্তা সেতু ও আচ ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনে এলজিইডি সচিব

প্রকাশিত: 1:29 am, July 5, 2025 | আপডেট: 1:29 am,

হরিপুর-চিলমারী তিস্তা সেতু ও আচ ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনে এলজিইডি সচিব

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার চিলমারী উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা নদীর উপর নির্মাণাধীন সেতু এবং আচ ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর মাননীয় সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকালে তিনি সেতুর নির্মাণ অগ্রগতি, নকশা ও মান যাচাই করেন। এ সময় গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “এই সেতু ও ব্রিজ নির্মাণের মাধ্যমে চিলমারী ও আশেপাশের এলাকার মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রমে অভূতপূর্ব পরিবর্তন আসবে। মানসম্মতভাবে দ্রুত কাজ শেষ করতে হবে।”

উল্লেখ্য, তিস্তা নদীর উপর এই সেতু নির্মিত হলে চিলমারী-গাইবান্ধা-রংপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। এতে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয়রা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *