হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ, নতুন ওএমএস ডিলারদের কার্যক্রমে আর বাধা নেই

প্রকাশিত: 6:00 pm, January 7, 2026 | আপডেট: 6:00 pm,

হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ, নতুন ওএমএস ডিলারদের কার্যক্রমে আর বাধা নেই

স্টাফ রিপোর্টার:
আগামী রবিবার থেকে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলাররা তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এর ফলে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ ন্যায্য মূল্যে চাল ও আটা কিনতে পারবেন। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এই কার্যক্রম চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য যে, রিট পিটিশন নং ১৬৪৪৯ অব ২০২৫-এ হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা স্থগিত রেখে মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছেন। এই আদেশের ফলে নতুন ওএমএস ডিলারদের ডিলার কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা রইল না।
এ সংক্রান্ত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ০১ অব ২০২৬ দাখিল করে বাংলাদেশ সরকার ও অন্যান্য। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন মোঃ আরিফ ও এমএস আরিফ এন্টারপ্রাইজসহ অন্যান্যরা।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, হাইকোর্ট বিভাগের প্রদত্ত ০৩ নভেম্বর ২০২৫ এবং ১০ ডিসেম্বর ২০২৫ তারিখের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে ৭ জানুয়ারি ২০২৬ তারিখে মাননীয় বিচারক (চেম্বার জজ) উক্ত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নিষ্পত্তি করেন এবং একই সঙ্গে হাইকোর্ট বিভাগের উল্লিখিত আদেশসমূহের কার্যকারিতা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ প্রদান করেন।
আইনগত এই সিদ্ধান্তের ফলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রির কার্যক্রম পুনরায় গতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে করে নিম্ন আয়ের মানুষেরা ন্যায্য মূল্যে খাদ্যশস্য সংগ্রহের সুযোগ পাবেন এবং বাজারে অস্থিরতার প্রভাব কমবে।
এদিকে সুপ্রিম কোর্টের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। তাদের মতে, আদালতের এই ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত গরিব মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবেদনকারীদের পক্ষে আপিল বিভাগে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট-অন-রেকর্ড হরিদাস পাল।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *