হাজিরহাটে জমি দখলের চেষ্টার অভিযোগ
হীমেল কুমার মিত্র: রংপুরে জোরপূর্বক বাউন্ডারি ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আফছারুল ইসলাম ও আফজাল হোসেন নামে দুই ভাইয়ের বিরুদ্ধে।
উক্ত বিষয়ে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নগরীর নুরপুর এলাকার মৃত: আব্দুল আজিজের ছেলে জাকারিয়া জেরিন।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজিরহাট থানাধীন গোপিনাথপুর মৌজার জে এল নং ১০৯, বতর্মান দাগ ২০০৫, সাবেক দাগ-৩১৫৩, ডিপি, খতিয়ান নং-২৫৫, এর ১৯ শতাংশ জমি। যা পৈত্রিক সম্পত্তি হওয়া সত্ত্বেও আফছারুল ইসলাম ও আফজাল হোসেন নিজ দখলে নেয়া উদ্দেশ্যে ভূয়া খারিজ করে। যা পরবর্তীতে ভূমি অফিসে মিস মোকাদ্দমায় দায়ের করে জাকারিয়া জেরিন এবং তাদের পক্ষে রায় দেয়। রায়
জাকারিয়া জেরিনের পক্ষে হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে জমি দখলের চেষ্টায় লিপ্ত হয়।
এরই ধারাবাহিকতায় (১১ জুলাই ) মঙ্গলবার দুপুরে জমিতে দেয়া বাউন্ডারি ভেঙে ফেলে দখলের নেয়ার চেষ্টা করে।
এ ঘটনা জানার পর জমিতে গিয়ে তাদের এ বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে এবং জীবন নাশের হুমকি প্রদান করে।
পরবর্তীতে ওই জমির অংশীদার অন্যান্য ভাই বোনের সাথে আলোচনা করে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করে জাকারিয়া জেরিন।
অভিযোগ বিষয়ে আফজাল হোসেনের ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার এএসআই রাজু খান জানান, অভিযোগটি হাতে এসেছে, অন্য কাজ থাকায় আজকে যেতে পারিনি।
সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।