১২ জেলায় আইটি পার্ক নির্মাণ প্রকল্পে ৪ জেলা বাদ, বাদ হতে পারে গোপালগঞ্জও

প্রকাশিত: 2:03 am, April 7, 2025 | আপডেট: 2:03 am,

১২ জেলায় আইটি পার্ক নির্মাণ প্রকল্পে ৪ জেলা বাদ, বাদ হতে পারে গোপালগঞ্জও

মোঃ রাসেল কবিরঃ

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ১২টি জেলায় আইটি পার্ক নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়। জেলাগুলো হচ্ছে- খুলনা, বরিশাল, রংপুর, নাটোর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট। কিন্তু গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের নির্দেশনায় সচিবের নেতৃত্বে আইটি পার্ক প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয় এবং সম্প্রতি তথ্যপ্রযুক্তি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রকল্পে ভারত থেকে ঋণের পরিমাণ কমানোর সিদ্ধান্ত হয়।তারই আলোকে প্রকল্প থেকে চার জেলাকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাদ পড়া জেলা গুলো হচ্ছে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এদিকে নতুন সংকট দেখা দিয়েছে গোপালগঞ্জ জেলার প্রকল্প নিয়েও। সংশ্লিষ্টরা জানান, হয়তো গোপালগঞ্জ জেলাও এই প্রকল্প থেকে বাদ দেওয়া হতে পারে। এই প্রকল্পের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছিলো ১ হাজার ৮৪৬ কোটি টাকা। এর মধ্যে ভারত থেকে ঋণ নেওয়া হবে ১ হাজার ৫৪৪ কোটি টাকা। বাকি ৩০২ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। ঋণের শর্ত অনুযায়ী, প্রকল্পর কাজ করছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড ট্যুরগো (এলএনটি)। প্রকল্প পরিচালক জানান, পুরো কাজের সরাসরি তত্ত্বাবধান করছে ভারতীয় হাইকমিশন। ১ শতাংশ সুদে অর্থায়ন করা এই প্রকল্পের ৬৫ শতাংশ উপকরণ ভারত থেকে আসার কথা এবং চুক্তি অনুযায়ী কাস্টমস শুল্ক বাংলাদেশ সরকারের দেওয়ার কথা ছিল। কিন্তু শুল্ক বাবদ আমরা অর্থ পাচ্ছি না। প্রকল্পে কাটছাট করে ঋণের টাকা কমিয়েও প্রকল্পের কাজ এগিয়ে নিতে চাচ্ছে প্রকল্প পরিচালক। ২০১৭ সালের ২৫ এপ্রিল একনেক থেকে প্রকল্পের বাজেট অনুমোদন করা হলেও ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতির কাজ হয়েছে মাত্র ৩৬ শতাংশ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *