১ আগস্টের সমাবেশ সফল করতে যাত্রাবাড়ীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মোঃ আনোয়ার হোসেন: আগামী ১লা আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের’ স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টায় যাত্রাবাড়ী বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের আওতাধীন শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রস্তুতি সভায় নেতারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের স্মরণে আয়োজিত এই সমাবেশে ব্যাপক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে আরও বেগবান করা হবে।”
তারা আরও জানান, ১ আগস্ট যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যেই ওয়ার্ডভিত্তিক প্রচার, সমন্বয় ও দায়বদ্ধতা নির্ধারণ করে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।
সভায় সংশ্লিষ্ট থানাসমূহের সাংগঠনিক প্রস্তুতি, যোগাযোগ ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রস্তুতি সভাটি প্রাণবন্ত আলোচনায় পরিপূর্ণ ছিল এবং অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ছিল উদ্দীপনা ও প্রত্যয়ের প্রকাশ।