নিউজ ডেস্কঃ হজ ২০২৫ (১৪৪৬ হিজরী) সনে বাংলাদেশের হজযাত্রী সরকারি মাধ্যমে : ৫,২০০ জন, বেসরকারি মাধ্যমে : ৮১,৯০০ জন, মোট হজযাত্রী ছিলো ৮৭,১০০ জন। এদের মধ্যে ২২ জন হজ্জ্ব যাত্রী সৌদী আরবে গিয়ে মারা গিয়েছেন। এর মধ্যে মক্কায় মারা যান ১৪ জন, মদিনায় সাতজন ও আরাফায় ১ জন। ২০ জন পুরুষ, ২ জন মহিলা।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এ তথ্য যানা যায়। এ বছর সারা বিশ্ব থেকে হজ যাত্রীর সংখ্যা ছিলো ১৬,৭৩,২৩০ জন।
এর মধ্যে সৌদী আরব থেকে ১,৬৬,৬৫৪ জন এবং বাকী ১৫,০৬,৫৭৬ জন পৃথিবীর অন্যান্য দেশ থেকে হজ করতে মক্কায় যান। হজ যাত্রীর মধ্যে পুরুষ ছিলো ৮,৭৭,৮৪১ জন এবং মহিলা ছিলো ৭,৯৫,৩৮৯।