২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রিতে রেকর্ড সাড়া, প্রথম ধাপেই বিক্রি ১০ লাখের বেশি

প্রকাশিত: 7:26 pm, October 17, 2025 | আপডেট: 7:26 pm,

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রিতে রেকর্ড সাড়া, প্রথম ধাপেই বিক্রি ১০ লাখের বেশি
২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রিতে রেকর্ড সাড়া, প্রথম ধাপেই বিক্রি ১০ লাখের বেশি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি এখন এক বছরেরও কম সময়। এরই মধ্যে এই আসর ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ফিফার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট বিক্রিতে ১০ লাখের বেশি বা এক মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

চলতি মাসের শুরুতে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম ধাপ শুরু হয়। সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এছাড়া ফিফা জানিয়েছে, বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা ইতোমধ্যেই টিকিট কিনেছেন।

ফিফার পরিসংখ্যান অনুযায়ী, টিকিট বিক্রিতে শীর্ষ ১০ দেশের তালিকায় আয়োজক তিন দেশের বাইরে আরও সাত দেশ হলো—ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
তবে কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে বা কোন ভেন্যুতে সবচেয়ে বেশি চাহিদা ছিল, তা প্রকাশ করেনি ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন,

“বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস দেখে আমি রোমাঞ্চিত। অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপটি সারা বিশ্বের সমর্থকদের কল্পনা ও উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে—এটাই তার প্রমাণ।”

ফিফা জানিয়েছে, ৪৫ লাখ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকরা প্রথম ধাপে টিকিট কেনার সুযোগ পেয়েছেন।
আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া। এবারও ১০৪টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকিট কেনার সুযোগ থাকবে।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *