২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে আলোচনা
হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার: গনতন্ত্র যোদ্ধা ২১আগস্ট বাংলাদেশ আহত নিহত পরিবারের কেন্দ্রীয় সংগঠন এর উদ্যোগে ২০০৪ সাল ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও হামলা পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে আজ রবিবার (২০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী এবং হামলার পরিকল্পনাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট বাংলাদেশের (আহত-নিহত পরিবারের কেন্দ্রীয় সংগঠন) উদ্যোগে এ আয়োজন করা হয়।
২০০৪ সাল ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও হামলা পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে আলোচনায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী,যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ
ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপি সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নির্দেশনায় এ ঘটনা ঘটানো হয়। ১৫ আগস্টের ঘটনায় দায়ী ছিল খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। ২১ আগস্টের ঘটনার জন্য দায়ী তারেক ও খালেদা জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।
আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও ছিলেন–ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী সহ অনেকেই।