২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেছেন জেলেরা, আজ থেকে বাজারে মিলবে ইলিশ

প্রকাশিত: 9:13 am, October 26, 2025 | আপডেট: 9:13 am,

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেছেন জেলেরা, আজ থেকে বাজারে মিলবে ইলিশ
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেছেন জেলেরা, আজ থেকে বাজারে মিলবে ইলিশ

নিজস্ব প্রতিবেদক:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় আরোপিত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা গতকাল শনিবার রাত ১২টায় শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে ভোর থেকেই দেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধরতে নেমেছেন হাজারো জেলে। ফলে আজ রবিবার থেকেই বাজারে মিলবে রুপালি ইলিশ, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সরকার গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এবারের সময়সীমায় আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন ও অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে এই সময় নির্ধারণ করা হয়, যাতে মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে।

গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের অভিযানে প্রায় ৫২ দশমিক ৫ শতাংশ মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। এর ফলে ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ উৎপন্ন হয়েছে বলে জানিয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এই রেণু বা পোনাগুলোই ভবিষ্যতে পরিপক্ব ইলিশে পরিণত হবে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠ পর্যায়ে ছিল কঠোর নজরদারি। নদীতে টহল, অবৈধ জাল জব্দ ও জেলেদের সচেতন করতে একযোগে অভিযান চালানো হয়। ফলে এবারের উদ্যোগের সুফল হিসেবে আগামী মৌসুমে ইলিশ উৎপাদনে নতুন রেকর্ড গড়ার আশা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রজননকালীন সময়ে মা-ইলিশ সংরক্ষণ করা হলে পরবর্তী বছরে ইলিশের প্রাচুর্য বাড়ে— এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *