৪০ বছর বেদখলে থাকা মুগদা বিশ্বরোডের অবৈধ পার্কিং উচ্ছেদ
জহিরুল ইসলাম রাজু :::::
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য ও মানবিক পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশনায় ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে ট্রাফিক সবুজবাগ জোনের ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সরকার অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ চল্লিশ বছর ধরে মুগদা বিশ্ব রোডের সড়কটির দুই তৃতীয়াংশ দখল করে রেখেছিলো লরি, কাভার ভ্যান, লং ভেইকেলের মালিকরা। অবধৈ ভাবে তারা রাস্তার বেশিরভাগ অংশে তাদের লরি, কভার ভ্যান পার্কিং করে রাখতো। মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশে ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসির নেতৃত্বে টিটিপাড়া থেকে মুগদা পযর্ন্ত এই অবৈধভাবে পার্কিংয়ে থাকা লরি কভারভ্যান উচ্ছেদ করে ট্রাফিক সবুজবাগ জোনের দায়িত্বরত অফিসারগণ। মুগদা বিশ্ব রোডের গুরুত্বপূর্ণ মহাসড়কটি যানজট মুক্ত। যানবাহন চলাচলের জন্য মুগদা বিশ্বরোডে এখন চমৎকার ও পরিচ্ছন্ন একটি মহাসড়ক।
টিটিপাড়া থেকে মুগদা এখন অবৈধ পাকিংমুক্ত। এ ব্যাপারে স্থানীয় জনসাধারণের মতামত জানতে চাইলে, তারা সংশ্লিষ্ট ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের টি আই পলাশ সরকারকে এই অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযানের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানায়।
সর্বোপরি মুগদা বিশ্ব রোডে যে সকল যাত্রীরা সব সময় চলাচল করে তাদের মতামত জানতে চাইলে তারা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে ট্রাফিক পুলিশের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান।