৪৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধণা ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির

প্রকাশিত: 3:05 am, February 9, 2025 | আপডেট: 3:05 am,

৪৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধণা ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির

মুরাদনগর প্রতিনিধি:

ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এসএসসি, এইচএসইস ও মাদরাসা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধণা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ওই সংবর্ধণা দেওয়া হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টোটাল কমিউনিকেশন লিথর চেয়ারম্যান কাজী জুন্নুন বশরী। সমিতির সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মোতাহার হোসেন ও যুগ্ম সম্পাদক একেএম সিরাজুল ইসলাম কালামের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নান, সহ-সভাপতি মোহাম্মদ আলী, কায়কোবাদ হোসেন, এএফএম কামাল উদ্দিন সেলিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনির হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার, ব্যবসায়ী সৈয়দ কায়েস আহাম্মদ মীর, সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সামস, দপ্তর সম্পাদক সফিউল্লাহ সরকার, প্রচার সম্পাদক এম এ কাইয়ুম হোসেন ভুইয়া, শিক্ষা সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইয়াছিন মোল্লা, আজীবন সদস্য বাকী বিল্লাহ ও আবদুল আজিজ মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবত বিনামূলে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষাথর্ীদের সংবর্ধণা ও উপকরণ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সমিতি ব্যাপক সুনাম অর্জণ করেছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *