৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন) এর অভিযানে টিসিবির বিপুল পরিমাণ অবৈধ চাল,আটা, ডাল জব্দ


নিজস্ব প্রতিবেদকঃ- মোঃ- বাদল: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে জমা করে জনগণের মাঝে সঙ্কট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর আর্মি ক্যাম্প। গতকাল সন্ধ্যা ছয়টায় সদরঘাট আর্মি ক্যাম্প থেকে অভিযান চলে আলমগঞ্জ মিল ব্যারাকঘাট, ফরিদাবাদ, গোন্ডারিয়া এলাকায় অপারেশনটি পরিচালিত হয়।
অভিযানে আর্মি ক্যাম্পের সদস্যরা টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির সাথে জড়িত মোট ৭ জন ব্যক্তিকে গ্রেফতার করে। এছাড়াও, ৩টি গুদাম থেকে উদ্ধার করা হয় সর্বমোট ৫৪৪ বস্তা চিনি (১৯,৯৭০ কেজি), ৯৪ বস্তা আটা (৪৭০০ কেজি) এবং ৭১ বস্তা মসুর ডাল (২,৩৭৫ কেজি)।
টিসিবির এইসব নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্দিষ্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের জনগণের জন্য সরকার নির্ধারিত দামে সরবরাহ করার কথা থাকলেও অসাধু ব্যবসায়ী ও কালোবাজারি চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে বিক্রির জন্য মজুদ করে রেখেছিল। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল।নিম্ন আয়ের মানুষগুলো হচ্ছিল অসাধু কালোবাজারিদের দুর্নীতি শিকার।
অভিযানে জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।