৭১-এ জামায়াত কী কী করেছিল, মনে রাখতে বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কী করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। তিনি দাবি করেন, ১৯৭১ সালে এ দল ও এর সহযোগীরা লাখো মানুষকে হত্যার পাশাপাশি মা-বোনদের সম্ভ্রম লুণ্ঠনের মতো বর্বরতা সংঘটিত করেছিল।
রোববার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজন করা ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের (জামায়াত)। তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে।”
বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রদলের হাজারের বেশি নেতা অংশ নেন। আলোচনা সভায় নেতৃত্বের বিভিন্ন পর্যায় থেকে ‘দেশ গড়ার রূপরেখা ও পরিকল্পনা’ তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা ছাত্রদের মধ্যে গণতন্ত্র, দেশপ্রেম ও সংগঠনশক্তি আরও সুসংহত করার আহ্বান জানান।

