অপপ্রচারের মাঝেও অটুট জনসমর্থন হবিগঞ্জ-৪ আসনে গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনী গণজোয়ার অব্যাহত

প্রকাশিত: 10:51 am, January 14, 2026 | আপডেট: 10:51 am,

অপপ্রচারের মাঝেও অটুট জনসমর্থন হবিগঞ্জ-৪ আসনে গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনী গণজোয়ার অব্যাহত

অপপ্রচারের মাঝেও অটুট জনসমর্থন হবিগঞ্জ-৪ আসনে গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনী গণজোয়ার অব্যাহত

 

মোহাম্মদ মাহমুদুল: হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনের জনপ্রিয় প্রার্থী, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল ও অপজিটিভ পার্টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নোংরা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির ব্যাপক জনপ্রিয়তা এবং ক্রমবর্ধমান নির্বাচনী গণজোয়ারে দিশেহারা হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার, বিকৃত তথ্য উপস্থাপন ও চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে তাঁর হলফনামা সংক্রান্ত তথ্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

 

আইনজ্ঞদের মতে, হলফনামার “আয়ের উৎস” সংক্রান্ত অংশে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও সুদ—এই বিষয়গুলো আইনগতভাবে একত্রে উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সেই আইনগত বাস্তবতা গোপন রেখে একটি নির্দিষ্ট শব্দকে সামনে এনে পুরো আয়ের উৎস নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

 

এ বিষয়ে স্থানীয় আলেম সমাজ, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন আলেম ও সমাজসেবকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তি আক্রমণ নয়; এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিক রাজনীতির জন্যও মারাত্মক হুমকি।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এক বিবৃতিতে জানায়, মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির জনপ্রিয়তা ও জনগ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়েই অপজিটিভ পার্টি এ ধরনের নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছে। সংগঠনটি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়েছে।

 

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব অপপ্রচার জনগণের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বরং সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট হয়ে উঠেছে—কারা ইতিবাচক রাজনীতি করছে এবং কারা ষড়যন্ত্রে লিপ্ত।

 

সচেতন মহলের অভিমত, সত্য, স্বচ্ছতা ও জনসমর্থনের শক্তিতে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির নির্বাচনী গণজোয়ার অব্যাহত থাকবে এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *