বাগেরহাটের পশ্চিম সরলিয়া কমিউনিটি ক্লিনিকে চরম আতঙ্কে সেবা নিচ্ছে অসহায় দুস্থ গরিব রোগীরা

প্রকাশিত: 4:37 pm, June 2, 2025 | আপডেট: 4:37 pm,

বাগেরহাটের পশ্চিম সরলিয়া কমিউনিটি ক্লিনিকে চরম আতঙ্কে সেবা নিচ্ছে অসহায় দুস্থ গরিব রোগীরা

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার
স্টাফ রিপোর্টার মোড়েলগঞ্জ উপজেলা ( বাগেরহাট )

বাগেরহাটের মোড়েলগঞ্জে পশ্চিম সরালিয়া কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে গরিব অসহায় দুস্থ মানুষ প্রতিদিন ভীড় করে। তাদের কাছে বড় ডাক্তারের কাছে যাওয়ার সক্ষমতা নেই। তাই তারা প্রতিদিন ছোটখাটো চিকিৎসা জন্য এই ক্লিনিকের শরণাপন্ন হন। এই কমিউনিটি ক্লিনিক টি দ্বারা হাজার হাজার গরীব অসহায় দুস্থ রোগীরা উপকৃত হয়। এখানে ছোট বাচ্চা বৃদ্ধ লোক প্রসূতি মা বোনদের নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন প্রতিদিন। কিন্তু বর্তমানে এই ক্লিনিক টির ওয়াল এবং ছাদে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এই বর্ষা মৌসুমে ফাটলগুলি ডাক্তার এবং রোগীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করে। কোথায় কোথায় প্লাস্টারের আস্তর হঠাৎ করে খসে পড়ে। নেই কোথাও কোন রং এর ছোয়া। বর্তমানেএই ক্লিনিক টি ডাক্তার এবংরোগীর উপর প্লাস্টার, আস্তর ধসে রোগীর জন্য যেকোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে। অত্যন্ত ধুঁকির মধ্য দিয়ে ডাক্তার রোগীর সেবা দিচ্ছে। এখানে চিকিৎসা নিতে আসা ছোট বাচ্চা বৃদ্ধ মানুষ প্রসূতি মা ও বোনেরা চরম আতঙ্কের মধ্যে সেবা নিতে আসে বলে জানান রোগীরা। এবং তারা আরো জানান ওয়াল কিংবা ছাদের প্লাস্টার আস্তর সময় ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। ভুক্তভোগীরা আরো জানান এ ব্যাপারে বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন কার্যকারী ব্যবস্থা আজও গ্রহণ করা হয়নি। এলাকার জনসাধারণের দাবি গরীব অসহায় দুঃস্থ মানুষের একমাত্র আশার ভরসা এই কমিউনিটি ক্লিনিক টি মেরামত সংস্কার করার।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *