বাংলাদেশ কম্পিউটার সমিতি’র ২০২৫-২০২৭ এর নতুন নেতৃত্ব নির্বাচিত হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়

প্রকাশিত: 6:49 am, June 24, 2025 | আপডেট: 6:49 am,

BCS Final EC 2025-27 23.06
বাংলাদেশ কম্পিউটার সমিতি’র ২০২৫-২০২৭ এর নতুন নেতৃত্ব নির্বাচিত হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ কম্পিউটার সমিতির ২০২৫-২৭ (দ্বি-বার্ষিক) মেয়াদকালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২১ জুন।  নির্বাচনে সাতটি পদে ঠিক সাতজন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ৮ জন প্রার্থীর মধ্যে নিউ ইউনিভার্সেল কম্পিউটার্স এর সত্ত্বাধিকারী মোঃ আনিসুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্ত তালিকায় সাতজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশ কম্পিউটার সমিতির ১,৫৩০ জন ভোটারের ভোট দিয়ে তাদের সমিতির নেতা নির্বাচনের সুযোগ হলো না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন কম্পিউটার সিটি অ্যান্ড টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম মনি।

সহসভাপতি নির্বাচিত হলেন ল্যান্ড মার্ক কমপিউটার্সের সত্তাধিকারি মো ওয়াহিদুল হাসান দিপু এবং যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন পিসি গার্ডেনের সত্তাধিকারি মো আহসানুল ইসলাম নওশাদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন এইচ এম কমপিউটার্সের সত্তাধিকারি আবুল হাসান। পরিচালক নির্বাচিত হয়েছেন জ্যাজি ইন্টারন্যাশনালের সত্তাধিকারি মো ইকবাল হোসেইন এবং পরিচালক নির্বাচিত হলেন ওয়েলকিন কমপিটার্সের সত্তাধিকারি মোঃ নজরুল ইসলাম হাজারী।

নির্বাচন প্রক্রিয়ায় এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো বিসিএস-এর ১১টি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে না। অতীতে কেন্দ্রীয় ইসি ও শাখা কমিটির নির্বাচন একইদিনে হতো, কিন্তু এবার সেটিও বাদ পড়েছে।

বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (এফটিএ-১ শাখা, এফটিএ অনুবিভাগ) শরীফ রায়হান কবির বিসিএস নির্বাচনের বোর্ড চেয়ারম্যান ছিলেন। বোর্ডের অপর দুই সদস্য হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (অবা-১ শাখা, আইআইটি অনুবিভাগ) সন্দীপ কুমার সরকার এবং সহকারি বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক, এফট্এ অনুবিভাগ) মো. সিরাজুল ইসলাম।

 

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *