পটুয়াখালীতে ২০ কেজি হরিণের মাংসসহ ২ শিকারি গ্রেফতার
মোঃ জাহাঙ্গীর: পটুয়াখালীর মহিপুরে ২০ কেজি মাংসসহ হরিণ শিকারিচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হরিণ শিকারি চক্রের দুই সদস্য
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠান।
গ্রেফতারকৃতরা হলেন: মাসুম বিল্লাহ (৪৪) ও হাসান (৩৫)। পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে মাসুম বিল্লাহ। আর হাসান (৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে।
মহিপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, শুক্রবার রাত ১০টায় আলীপুর স্লুইস সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে হরিণের মাংসসহ তাদের গ্রেফতার করা হয়। তারা সুন্দরবনে রশি দিয়ে ফাঁদ পেতে হরিণ শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করত।
এ ঘটনায় বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠান।