কেরানীগঞ্জে জমি দখলের হুমকিতে সেলিম হোসেন ও তার পরিবার, আদালতের নির্দেশও মানছে না প্রতিপক্ষ

নিউজ ডেক্স:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গোগপাড় মৌজায় ২ শতাংশ ক্রয় সূত্রে মালিক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মোঃ সেলিম হোসেন (৪৭) নামের এক ব্যক্তি ও তার পরিবার। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী দখলচক্র ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং এতে আদালতের নিষেধাজ্ঞাও উপেক্ষিত হচ্ছে।
সেলিম হোসেন জানান, উক্ত জমিটি তার ক্রয় সূত্রে প্রাপ্ত এবং তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। কিন্তু আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ মতিয়ুর মিয়া, মোহাম্মদ সেফু মিয়া (সবুজ) ও তাদের সহযোগীরা জমিটির মালিকানা দাবি করে বিভিন্ন সময় হুমকি, গালিগালাজ ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আসছে।
উক্ত ঘটনায় তিনি ঢাকা জোজ কোর্টে মামলা নং ৪০৫/২০২৩ দায়ের করেন, যার প্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ রয়েছে, বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে গত ২ জুলাই ২০২৫ তারিখে জমিতে প্রবেশ করে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।
সেলিম হোসেন বলেন,
> “আমি একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল সাধারণ মানুষ। আদালতের রায় পাওয়ার পরও তারা বারবার আমার জমিতে ঢুকে হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি জানান, বিবাদীরা প্রকাশ্যে জমিতে ঢুকে শারীরিক ও মৌখিকভাবে হুমকি দিচ্ছে এবং জমির বাউন্ডারি নষ্ট করার চেষ্টা করে। এ অবস্থায় থানায় লিখিত অভিযোগ দিলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন তিনি।
স্থানীয় এলাকাবাসী জানান, সেলিম হোসেন একজন সম্মানিত ও শান্তিপ্রিয় মানুষ। তার বিরুদ্ধে এলাকায় কোনো বিরূপ অভিযোগ নেই। তারা প্রশাসনের কাছে দাবি জানান, যেন দ্রুত সেলিম হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়।

