বিধি লঙ্ঘন করে প্রেষণে নিয়োগ কারিগরি শিক্ষা বোর্ডে কর্মকর্তাদের মধ্যে চরম অস্থিরতা


বিশেষ প্রতিনিধিঃ কারিগরি শিক্ষা বোর্ডে সম্প্রতি প্রেষণে একাধিক নিয়োগ নিয়ে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রচলিত সরকারি নিয়োগ বিধি লঙ্ঘন করে অযোগ্য ও অগ্রাধিকারবিহীন কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে বোর্ডের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা প্রেষণের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা বা যোগ্যতা রাখেন না। অথচ নিয়ম মেনে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা অনেক অভিজ্ঞ কর্মকর্তাকে উপেক্ষা করে ‘বিশেষ বিবেচনায়’ এই নিয়োগ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, “এ ধরনের অবৈধ প্রেষণ কেবল আমাদের মনোবল ভেঙে দিচ্ছে না, বরং পুরো বোর্ডের কর্মপরিবেশও বিষাক্ত হয়ে উঠছে। আমরা চাই ন্যায়বিচার এবং বিধি অনুযায়ী নিয়োগ।”
কোনো প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হলে নিয়োগপ্রক্রিয়ায় অবশ্যই নিয়মনীতি মানা জরুরি। এ ধরনের প্রেষণ ব্যবস্থা শুধু প্রতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট করে না, বরং সামগ্রিক প্রশাসনিক কাঠামোকেও দুর্বল করে তোলে।
এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি বলেন, যদি কোথাও এ রকম হয়ে থাকে, তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে প্রতিবেদককে বলেন প্রষনে যে সকল কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন তাদের অধিকাংশ কর্মকর্তারই কোন কাজ নেই, শুধু বোর্ডের চেয়ারম্যান মহোদয় একক ইচ্ছায় এই নিয়োগ দিয়েছেন। তবে সার্বিকভাবে এই প্রেষণ নিয়ে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা দ্রুত নিরসনের দাবি করছেন কর্মকর্তারা।
এ বিষয়ে ,উপ পরীক্ষা নিয়ন্ত্রক ভোকেশনাল কর্মকর্তা,জাকারিয়া আব্বাসি, বলেন এসব বিষয় বোর্ডের চেয়ারম্যান এবং উধর্তন কর্মকর্তারা বলতে পারবে।
কারিগরি বোর্ড সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের মধ্য হতে সিনিয়রিটির ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক কারিকুলাম ও পরিদর্শক পদে নিয়োগের বিধান রয়েছে। কিন্তু বিধি উপেক্ষা করে প্রেষণে করে টিএসসি, পলিটেকনিক অধ্যক্ষদের মধ্য থেকে বোর্ডে পদায়ণ করা হয়েছে। যা কারিগরি শিক্ষা বোর্ডের নিয়োগবিধি অনুসারে করা হয়নি। উল্লেখ থাকে যে টিএসসি ,পলিটেকনিক সব সময় শিক্ষক সংকট থাকে তবে কেন কোন স্বার্থের কারনে সেখান থেকে বোর্ডে নিয়োগ দিতে হবে। একই পদে দুজনকে প্রেষণে নিয়োগ কারিগরি শিক্ষা বোর্ডে উপ-সচিব (প্রঃ) ও উপ-সচিব (রেজিস্ট্রেশন) পদে নিয়মিত কর্মকর্তা কর্মরত থাকা সত্ত্বেও মো. নূরুল ইসলাম ও মো. সামসুল আলম নামে দুজনকে প্রেষণে বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে। যা নজিরবিহীন ঘটনা বলে বোর্ডের কর্মকর্তারা মনে করছেন।
এ বিষয়ে , আবুল শাহিন কাওছার সরকার,উপ পরীক্ষা নিয়ন্ত্রণ, ডিপ্লোমা তিনি বলেন নিয়ম নীতি মেনেই চেয়ারম্যান মহোদয় এদের নিয়োগ দিয়েছেন এরপর যদি কোথায় কোন আপত্তি থাকে তা সমাধান করা হবে।
টিএসসিতে অধ্যক্ষ স্বল্পতার পরেও প্রেষণে নিয়োগ : কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে পরিচালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষক স্বল্পতা দীর্ঘদিনের। তাদের কোনো কোনো প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষক/অধ্যক্ষ না থাকায় বেশিরভাগ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে প্রতিষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই অপ্রতুল শিক্ষকের কারণে একদিকে কারিগরি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। উপরন্ত দু-চারজন অধ্যক্ষ অদৃশ্য কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে প্রেষণে এসে কারিগরি শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেন বোর্ডের কর্মকর্তারা।
এ বিষয় জানতে চাইলে, প্রকৌশলী মোঃ ফারুক রেজা, কারিকুলাম বিশেষজ্ঞ দাখিল ভোকেশনাল বলেন বোর্ড নিয়োগের নিয়ম মেনেই নিয়োগ দিয়েছেন এরপর ও কোন সমস্যা থাকলে চেয়ারম্যান স্যারের সাথে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলতে পারেন। পদ না থাকা সত্বেও কারিগরি শিক্ষা বোর্ডে প্রেষণে বিভিন্ন পদে নিয়োগের দেওয়ার প্রক্রিয়া হচ্ছে। এছাড়া পদ খালি না থাকার কারণে প্রেষণে নিয়োগকৃত শিক্ষককে অন্য কোনো পদ দিয়ে বোর্ডে পদায়ন করা হয়। ফলে দীর্ঘদিন পদোন্নতির আশায় বোর্ডে নিয়োজিত কর্মকর্তার দীর্ঘশ্বাস আরও বেড়ে যায়।
পদোন্নতি না দিয়ে প্রেষণে নিয়োগ : কারিগরি শিক্ষা বোর্ডে দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত কর্মকর্তাগণ যেখানে পদোন্নতির আশার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের পদোন্নতির বিষয়টি সুরাহা না করে প্রতিনিয়ত শিক্ষক স্বল্পতায় ভুগতে থাকা প্রতিষ্ঠান থেকে বোর্ডে প্রেষণে নিয়োগে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (মাদ্রাসা ও কারিগরি) মো. নুরুল হাফিজ বলেন- নিয়োগ বিধি যাচাই করে এ বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কারিগরি বোর্ডের একাধিক কর্মকর্তা জানান, সরকারি টিএসসির কোন কর্মকর্তা বা কোন শিক্ষক প্রষণে কারিগরি শিক্ষা বোর্ডে আসার কোন সুযোগ নেই নিয়োগবিধি অনুসারে। নিয়োগ বিধি লঙ্ঘন করে এইসব কর্মকর্তাদের কারিগরি শিক্ষা বোর্ডের নিয়োগ দেওয়ার ফলে আর্থিক বিশৃঙ্খলা হতে পারে বলে মনে করেছেন একাদিক কর্মকর্তা।তারা আরও বলেন, আর্থিক অনিয়ম হবে, সাথে অডিট আপত্তির সম্মুখীন ও হতে পারে।