গোপালগঞ্জে হামলার তিব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি মুক্তিজোটের


গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার তিব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।
১৬ জুলাই বুধবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যসিস্ট আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যেকর পরিস্থিতি সৃষ্টির জন্য গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে এ ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যসহ সাংবাদিকদের আহত করার মতো বর্বর ঘটনা তারই ধারাবাহিকতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে ইন্টেরিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করে তোলায় হয়ত এ হামলার লক্ষ্য।
এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ ভুমিকা পালনসহ গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং দেশে যাতে আর ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য শুধু সরকারই নয় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তাঁরা।
তাঁরা বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আহত আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যসহ আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করেন।