গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ হবে সে তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 11:54 pm, July 17, 2025 | আপডেট: 11:54 pm,

গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ হবে সে তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জে গতকাল বুধবার যে ঘটনা ঘটেছে, সে সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল কি না, এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্য ছিল। তবে এত পরিমাণ যে হবে, ওই তথ্য হয়তো ছিল না।

 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে, তারা গ্রেপ্তার হবে। কাউকে তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’

 

এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা রাখতে পারেনি। এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।’

 

জাহাঙ্গীর আলম বলেন, গতকাল যে ঘটনা ঘটছে তা সবাই দেখেছে। নির্দেশনা দেওয়া হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে। সে জন্য সব ধরনের সতর্কতা নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় ১০ জন পুলিশ আহত হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনকে ঢাকায় পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অভিযান কত দিন চলবে এ প্রশ্নের জবাব দেননি।

 

গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত, অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *