আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে জমিয়ত ও ১২ দলীয় জোটের মনোনীত প্রার্থী মজলুম জননেতা মু.রশীদ আহমদ

প্রকাশিত: 8:57 pm, July 20, 2025 | আপডেট: 8:57 pm,

আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে জমিয়ত ও ১২ দলীয় জোটের মনোনীত প্রার্থী মজলুম জননেতা মু.রশীদ আহমদ

🖍️ মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

♦জন্ম ও শিক্ষা :
হাফিজ মু.রশীদ আহমদ শায়খে কাতিয়া, শায়খে গাজীনগর রহ.সহ অসংখ্য উলাম-আউলিয়ার পুন্যভূমি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তাবলীগী পরিবারের কৃতি সন্তান। বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী ও লন্ডন তাবলীগ জামাতের আমীর ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেবের আপন ভাতিজা। তিনি জামালগঞ্জের আলো-মাটি-প্রকৃতিতেই বেড়ে উঠেছেন।
তিনি জামালগঞ্জের ঐতিহ্যবাহী সাচনাবাজার মাদ্রাসায় লেখা পড়া শুরু করেন। সিলেটের হিফজের ঐতিহ্যবাহী ধারাবহর মাদ্রাসায় হিফজ সম্পন্ন করেন। এরপর নয়াসড়ক মাদ্রাসায় জামাতে লেখা-পড়া করেন।

♦রাজনীতি:
হাফিজ মু.রশীদ আহমদ আপাদমস্তক একজন রাজনীতিবীদ। তিনি ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মানসে ২০০০ সালে শতাব্দীর শ্রেষ্ঠ সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ-এ যোগ দেন। সিলেট নয়াসড়ক মাদ্রাসায় লেখা-পড়ার সুবাদে মহানগর ছাত্র জমিয়তে দায়িত্ব পালন করেন।
২০০৫ সালে চলে আসেন নিজ এলাকায় সে সময় জামালগঞ্জ জমিয়ত শূন্য ছিল। কিছু আলেম ছিলেন ব্যক্তিগতভাবে জমিয়তকে মনে প্রাণে ভালোবাসতেন বা করতেন আকাবিরদের রাজনৈতিক প্লাটফরম মনে করে কিন্তু সাংগঠনিকভাবে জমিয়তের কোন কার্যক্রম ছিলনা। তিনি জামালগঞ্জ উপজেলার মাদ্রাসায় পড়োয়া ছাত্রদের লিস্ট করে সিলেট সুনামগঞ্জের মাদ্রাসাগুলায় অবস্হানরত ছাত্রদের ধারে ধারে পৌছে ছাত্র জমিয়তের দাওয়াত ও জামালগঞ্জের তৃণমূলে কিভাবে জমিয়তের কাজকে পৌছে দেওয়া যায় সে জন্য সফর করেন। ২০০৫ সালে রেষ্ট হাউস মাঠে কর্মী সম্মেলন ও সুনামগঞ্জ ৩ আসনে উপনির্বাচনে বিজয়ী Pasha ভাইকে সংবর্ধনার অনুষ্ঠানে হাফিজ রশীদ আহমদকে উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক করেন। শুরু হয় সাংগঠনিক কার্যক্রম ।
২০০৬ সালে তিনি উপজেলা ছাত্র জমিয়তের সভাপতির দায়িত্ব পালন করে জামালগঞ্জে জমিয়তকে একটা অবস্হানে নিয়ে আসেন। ২০০৯ সালে জেলা জমিয়তের নেতৃবৃন্দ উলামা জমিয়তের কাজ বেগবানের লক্ষ্যে তাকে উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক করেন। এরপর থেকে শুরু হয় জামালগঞ্জে জমিয়তের জয়জয়কার। জামালগঞ্জের প্রতিটি অঞ্চলে জমিয়তকে পৌছে দিতে তিনি এখনো মাঠে কাজ করে যাচ্ছেন। জামালগঞ্জের পাশাপাশি ২০১৫ সাল থেকে তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগরে জমিয়তের কাজ উন্নতির লক্ষ্যে বারবার প্রত্যেকটি উপজেলার প্রত্যান্ত অঞ্চলে বারবার সফর করে মাশা আল্লাহ সুনামগঞ্জ ১ আসনে জমিয়ত এখন শক্তিশালী ও প্রতিযোগি একটি ইসলামি রাজনৈতিক দল।
২০১৮ সালের জানুয়ারিতে জমিয়ত দ্বিখন্ডিত হওয়ায় দীর্ঘদিনের জমিয়তের পাহারাদার আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রাহিমাহুল্লাহ’র সাথে জমিয়তের ত্যাগী নেতৃবৃন্দের পাশাপাশি জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর জমিয়তের রূপকার হাফিজ রশীদ আহমদও কাজ করার দৃঢ় অঙ্গিকার করেন। দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারন সম্পাদকের। তার কর্মতৎপরতা ও বলিষ্ঠ নেতৃত্ব মাধ্যমে ইতিমধ্যেই কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবের হৃদয়ে স্হান করে নিয়েছেন।

♦সমাজ সেবা:
হাফিজ মু.রশীদ আহমদ ছোটবেলা থেকেই একজন জনহিতৈষী সমাজসেবক ছিলেন। সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা থেকে তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করেন। তিনি হাওরের ক্ষতিগ্রস্থ কৃষক ও উত্তরাঞ্চলের বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যার্থে অগ্রণী ভূমিকা পালন করেন। মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক ইতিহাসের জঘন্যতম নৃসংশতার শিকার ভিটেহারা মজলুম রোহিঙ্গা মুসলিম মা-বোনদের সাহায্যার্থে ছুটে যান টেকনাপে। এছাড়াও হাফিজ মু.রশীদ আহমদ মানবিক দায়িত্ববোধ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ বিশেষ করে ২০১৯ সালের করোনা ভাইরাস ও ২০২২ সালের সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় সর্বাত্মকভাবে মানুষের পাশে দাঁড়ান। তিনি সামাজিক ও ইসলামিক কাজে আরো বৃহৎ পরিসরে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠিত করেন সামাজিক সংগঠন নিজ এলাকায় আন নুজুম ইসলামী যুব সংঘ ও উপজেলা পর্যায়য়ে খাদিমুল কোরআন পরিষদ জামালগঞ্জ। আর্তমানবতার সেবায় গঠন করেন বহুমুখী জনকল্যাণ ট্রাষ্ট। এছাড়াও অনিসলামিক কার্যকলাপের বিরুদ্ধে সদা সোচ্চার এবং জামালগঞ্জ উপজেলার সর্বস্হরের আলেম উলামা ও তৌহিদী জনতার সমাজকল্যাণ ইসলামী যুব সংঘের সহ সভাপতি।

♦কর্মজীবন:
কর্মজীবনে তিনি একজন দক্ষ শিক্ষক ও সফল পরিচালক।
২০০৫ সালে জামালগঞ্জের ঐতিহ্যবাহী ক্বাসিমুল উলূম চানপুর মাদ্রাসায় শুরু করেন কর্ম জীবন।
২০০৭ জামালগঞ্জে সর্বপ্রথম নূরাণী সিস্টেমে মাদানীয়া নূরাণী কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত করেন। কিন্ডারগার্টেনের সফলতা ও ছোট্ট খোকাদের লেখা-পড়ার উন্নতি দেখে আলহামদুলিল্লাহ জামালগঞ্জের সর্বত্রে শুরু হয় নূরাণী সিস্টেমে কিন্ডারগার্টেন চালু।
২০১২ সালে মুসলমান মেয়েদের দ্বীনী শিক্ষার সুবিধার্থে প্রতিষ্ঠিত করেন খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা। যেখান থেকে প্রতি বছর মেয়েরা আলিমা হয়ে দ্বীনী কাজ আঞ্জাম দিচ্ছেন।

♦নির্বাচন ও কারাবরণ:
২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জমিয়ত ও উলামা মাশায়েখ মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। জামালগঞ্জের সর্বস্হরের আলেম উলামা ও তৌহিদী জনতার বিপুল জনসমর্থনে নিকটতম প্রার্থী থেকে প্রায় ১২ হাজার ভোট বেশি পেয়ে মোটে ২১ হাজার ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হোন। শুরু হয় হাফিজ রশীদ আহমদের সফলতার পথচলা। খুব ন্যায় নিষ্ঠা ও সততার সাথে চালিয়ে যাচ্ছেন তার অর্পিত দায়িত্ব। উপজেলার বরাদ্দ জনগণের কাছে পৌছেদেন পুরাপুরিভাবে। তার সচ্ছতা ও ন্যায়পরায়ণতায় ক্রমেই বারতে থাকে তার জনপ্রিয়তা। কোনভাবেই তা মেনেনিতে পারেনি একটি কুচুক্রি ও স্বার্থপরমহল। তাকে নিয়ে শুরু হয় ষড়যন্ত্র।
গত তিন সিটি নির্বাচন নিয়ে অনলাইন একটি পত্রিকার নিউজ শেয়ার করায় ষড়যন্ত্র মুলোকভাবে গত ২৯ শে জুলাই রাত ১২ টায় তার মাদ্রাসা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। অনলাইন ও রাজপথে জমিয়ত কর্মীরা আন্দোলন শুরু করলে দীর্ঘ ৫২ দিন কারাবরণের পর জামিনে মুক্তি লাভ করেন।

♦জমিয়তের প্রার্থী ঘোষনা:
এমন একজন হাফেজে কোরআন, দক্ষ সংগঠক, বিচক্ষণ রাজনীতিবিদ ও জনহিতৈষী সমাজসেবক ও উদ্যোক্তাকে সুনামগঞ্জ-১ আসনে গণমানুষের সেবা করার জন্য ২০১৮ সালে সদরে জমিয়ত মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রাহিমাহুল্লাহ দলীয় সংসদীয় প্রার্থী ঘোষণা করেছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম সাহেব জমিয়ত ও১২ দলীয় জোটের মনোনীত প্রার্থী ঘোষণা করে সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়নের জন্য লবিং করেছেন।
হাফিজ রশীদ আহমদ জামালগঞ্জ, তাহিরপুর,ধর্মপাশা, মধ্যনগরের গণমানুষের প্রতিনিধি নির্বাচিত হয়ে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজগঠনে সংকল্পবদ্ধ। আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে গণমানুষের ভাগ্যোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দারিদ্রতা দূরীকরণ, শিক্ষার প্রসার ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত সুনামগঞ্জ-১ আসনের স্বপ্ন দেখেন। তিনি তাঁর স্বপ্নপূরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে নারী-পুরুষ সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশী।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *