ডলারের বাজারে কৌশলগত হস্তক্ষেপ: ফের নিলামে ১০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক


অর্থনৈতিক ডেস্কঃ
বাংলাদেশ ব্যাংক আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে ১০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। ২৩ জুলাই (মঙ্গলবার) এ লেনদেন সম্পন্ন হয়, যা বাজারে ডলারের দাম ঊর্ধ্বমুখী করতে কেন্দ্রীয় ব্যাংকের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর বিষয়টি নিশ্চিত করে জানান, এবারের নিলামে কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২১.৯৫ টাকা।
এর আগে ১৩ জুলাই প্রথমবারের মতো ইতিহাসে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ১২১.৫০ টাকা দরে ১৭৩ মিলিয়ন ডলার কেনে। এরপর ১৫ জুলাই আরও একটি নিলামে একই দরে কেনে ৩১৩ মিলিয়ন ডলার। এসব পদক্ষেপের ফলে বাজারে ডলারের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে।
গতকাল (২৩ জুলাই) রেমিট্যান্স এবং আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১২২ টাকা ছাড়িয়ে যায়। আমদানি এলসি নিষ্পত্তির জন্য ব্যাংকগুলো ১২২.৫০ টাকা পর্যন্ত রেট ব্যবহার করছে।
বিশ্লেষকরা বলছেন, এই নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ডলার বাজারে সরাসরি অংশগ্রহণ করছে, যা একদিকে রিজার্ভ ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে সাহায্য করছে এবং অন্যদিকে ডলারের চাহিদা ও সরবরাহের ওপর একটি নিয়ন্ত্রিত প্রভাব ফেলছে।
ডলারের এই ধারাবাহিক কেনাকাটা বাজারে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক মূল্য সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখছে। অর্থনীতিবিদদের মতে, এটি একটি কৌশলগত পদক্ষেপ হলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।