এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয়: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান


নিউজ ডেক্স :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সতর্ক করে বলেছেন, এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না। এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় হতে পারে। কেননা এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয়।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই) প্রকাশন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিআরআই কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদী ছাত্তার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদী ছাত্তার ও পিআরআই-এর মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।
জুলাই অভ্যুত্থানের ২ বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দেয় জানিয়ে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না এমন অপবাদ দেওয়া অযৌক্তিক।