জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দেশের স্বার্থে করা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ২৪ জুলাই ২০২৫:
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের (OHCHR) কার্যালয় ঢাকায় স্থাপন বাংলাদেশের স্বার্থেই করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, প্রয়োজনে ছয় মাসের নোটিশে এই কার্যালয় সরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে, তবে তিনি এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জাতিসংঘের এই উপস্থিতি আমাদের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সহায়ক হতে পারে। এটি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির প্রতীক।”
তবে এই সিদ্ধান্তে বিশেষজ্ঞমহলে মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এই কার্যালয় হয়তো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঝুঁকি তৈরি করতে পারে। মানবাধিকার বিষয়ক বিশ্লেষকরা বলছেন, সরকারের সদিচ্ছার বিষয়টি স্পষ্ট হলেও আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম যথাযথ নজরদারির মধ্যে রাখতে হবে।
অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা একে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তিনি বলেন, “আমাদের আত্মবিশ্বাস রয়েছে। আমরা চাই, বিশ্বের সামনে একটি মানবিক, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে নিজেদের তুলে ধরতে।”
ঢাকায় এই কার্যালয় স্থাপন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে। সরকারবিরোধী মহল একে সরকারবিরোধী নজরদারির প্ল্যাটফর্ম হিসেবে দেখলেও, ক্ষমতাসীনরা বলছেন—এই কার্যালয় আন্তর্জাতিক সংস্থার অংশীদারিত্বের মাধ্যমে মানবাধিকার উন্নয়নের পথ তৈরি করবে।
বিশেষজ্ঞদের ভিন্নমত থাকা সত্ত্বেও সরকার আশাবাদী যে, পারস্পরিক সহযোগিতা ও স্বচ্ছতা বজায় রেখে জাতিসংঘের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব হবে।