রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তলসহ গ্রেফতার দুই

প্রকাশিত: 2:38 am, July 26, 2025 | আপডেট: 2:38 am,

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তলসহ গ্রেফতার দুই

মো: রাসেল মোল্লা, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। ২৫জুলাই শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আড়াইহাজার উপজেলার ভাটিবালিয়াপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মোহাম্মদ সাব্বির(২৩) ও ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস(২৫)।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বালিয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *