চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসংযোগে লিফলেট বিতরণ

প্রকাশিত: 2:45 am, July 27, 2025 | আপডেট: 2:45 am,

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসংযোগে লিফলেট বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা কাউন্টার, বিশ্বরোড মোড় ও জেলখানা মোড় এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিন বুলু, পৌর বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, নাচোল থানা বিএনপির তারেক আহমেদ, ভোলাহাট উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর রহমান মিলন এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দ বলেন, “দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।” তারা আরও বলেন, “সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং চলমান আন্দোলনে সক্রিয় সম্পৃক্ততার আহ্বানে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *