সিরাজদিখানে প্রবাসীর ৫ লাখ টাকার আসবাপত্র নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

প্রকাশিত: 5:07 am, July 27, 2025 | আপডেট: 5:07 am,

সিরাজদিখানে প্রবাসীর ৫ লাখ টাকার আসবাপত্র নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে স্বামীর বাড়ি থেকে খাট আলমারীসহ ৫ লাখ টাকার বিভিন্ন আসবাপত্র নিয়ে শাশুড়িকে মারপিট করে অভিযোগ উঠেছে কুয়েত প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।

 

এ ব্যাপারে প্রবাসীর মা রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে সম্প্রতি মারপিট করার ও বাড়ি থেকে ছেলের খাট আলমারীসহ ৫ লাখ টাকার বিভিন্ন আসবাপত্র অভিযোগ দিয়েছেন বলে জানান সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান।

 

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সাত মাস পূর্বে প্রবাসী যুবকের সঙ্গে ওই নারীর ফেসবুকে সম্পর্ক করে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর যুবক আবার কুয়েত চলে যান। এর মধ্যে বিভিন্ন সময়ে প্রবাসী তার স্ত্রীর নিকট টাকা পাঠান ও বাড়ির জন্য ফার্নিচার কিনেন।

 

১৮ জুলাই রাত ৮টায় কুয়েত প্রবাসী ছেলে মিলন শেখের সাথে স্ত্রী মোসাঃ তামান্না আক্তারের ফোনে কথা কাটাকাটির জের ধরে প্রবাসীর মা মোসাঃ শামসুন্নাহার বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাপাথারীভাবে কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে মোসাঃ তামান্না,মোসাঃ সাথী বেগম,মোসাঃ সাদিয়া বেগমসহ অজ্ঞাত ২/৩ জন। তারপরই প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দেন প্রবাসীর মা।

 

ওসি হাবিবুর রহমান বলেন, প্রবাসীর মাকে মারধর করার বিষয়ে লিখিত অভিযোগটি আমরা তদন্ত করছি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *