গাইবান্ধার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম


মোঃ আরিফুল ইসলাম মুরাদ, সিনিয়র সাংবাদিক | স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ কর্মকর্তা মো. বুলবুল ইসলাম। জেলার ৭টি থানার মধ্যে জুন মাসে তাঁর অসাধারণ কর্মদক্ষতা, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকার জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
রবিবার (২৭ জুলাই) সকালে গাইবান্ধা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীসহ জেলার সব থানার ওসিরা।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ওসি বুলবুল ইসলাম মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ প্রশাসনিক নানা দিক সুশৃঙ্খলভাবে পালন করায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
ওসি বুলবুল ইসলাম বলেন, “এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি বিশ্বাস করি, পুলিশ হবে জনগণের বন্ধু। আমরা আমাদের থানায় সেই দৃষ্টান্ত স্থাপনের চেষ্টায় আছি। এই অর্জনে থানার প্রতিটি সদস্যের অবদান রয়েছে।”
গাইবান্ধার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় গোবিন্দগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।