সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের

প্রকাশিত: 6:50 pm, July 28, 2025 | আপডেট: 6:50 pm,

সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনে অংশ নিতে তাঁদের দল প্রস্তুত থাকলেও এখনো সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি

আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যদি নির্বাচন হয়, তাহলে আমাদের দলের ইশতেহারে প্রথম এজেন্ডা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যে রায় দেবে, জামায়াতে ইসলামী তা মাথা পেতে নেবে।”

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো পিএসসিতে নিজেদের মতো লোক নিয়োগ দিয়েছে। এর ফলে অনেক মেধাবী তরুণ রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বা চাকরি হারিয়েছেন, যা রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, মেধাভিত্তিক ও দলনিরপেক্ষ পিএসসি, যাতে দেশের প্রশাসনে আর কোনো ‘স্বৈরাচারী প্রেতাত্মা’ শাসন করতে না পারে। পিএসসি হোক একটি সংবিধানে সুরক্ষিত, স্বাধীন প্রতিষ্ঠান—যেখানে কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা দলের হস্তক্ষেপ থাকবে না।”

সংলাপে মূলত পিএসসি, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাবরক্ষক –এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও সংবিধানে সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

তাহের বলেন, অধিকাংশ দল এসব প্রতিষ্ঠানকে সংবিধানে সুরক্ষা দেওয়ার পক্ষে। তবে বিএনপিসহ কয়েকটি দল আইন দিয়ে সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কারণ, সংবিধান সংশোধন কঠিন হলেও, আইন সরকার ইচ্ছেমতো পরিবর্তন করতে পারে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *