রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ ট্রায়াম্ফটর-এম আনছে ভারত

প্রকাশিত: 6:53 pm, July 28, 2025 | আপডেট: 6:53 pm,

রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ ট্রায়াম্ফটর-এম আনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ ট্রায়াম্ফটর-এম সংগ্রহ করতে যাচ্ছে ভারত। এটি রাশিয়ার তৈরি অত্যাধুনিক ইন্টার-কন্টিনেন্টাল অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যা বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত।

এই পদক্ষেপকে ভারতীয় সামরিক কৌশলে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান কর্তৃক ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছিল, তা মোকাবিলায়।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর হাতে রয়েছে এস-৪০০ ট্রায়াম্ফ, যার সর্বোচ্চ পাল্লা ৪০০ কিলোমিটার। কিন্তু এস-৫০০ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লা ৬০০ কিলোমিটার, এবং এটি একই সঙ্গে ড্রোন, যুদ্ধবিমান, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলসহ একাধিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম।

এই অস্ত্রটি ২০২১ সালে রাশিয়ান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়, এবং এরই মধ্যে এটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম ও থাড-এর তুলনায় অধিক কার্যকর হিসেবে বিবেচিত হয়েছে।

ভারত ইতোমধ্যেই রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এস-৪০০ এর উৎপাদন শুরু করেছে এবং প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এস-৫০০ ট্রায়াম্ফটর-এম ক্ষেত্রেও একই ধরণের দ্বিপাক্ষিক প্রযুক্তি সহযোগিতা ও যৌথ উৎপাদনের ভিত্তিতে চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এতে ভারত নিজস্ব মাটিতে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনের সক্ষমতা অর্জন করবে, যা ‘আত্মনির্ভর ভারত’ (Make in India) উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভারতের এই পদক্ষেপে চীন ও পাকিস্তানকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কৌশল বিশ্লেষকরা। এস-৫০০ অর্জনের মাধ্যমে ভারত কেবল আকাশ প্রতিরক্ষা নয়, বরং বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিরোধে একটি বড় কৌশলগত সক্ষমতা অর্জন করতে যাচ্ছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *