ডিজিটাল অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়নে রবি ও বিআইআইডি ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আইটি নিউজ:
ঢাকা, ২৪ জুলাই:
দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি ও সামগ্রিক সামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে রবি আজিয়াটা পিএলসি এবং বিআইআইডি ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর রবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রবি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং বিআইআইডি ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহীদ উদ্দিন আকবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি’র কর্পোরেট অ্যাফেয়ার্স ও সাস্টেইনেবিলিটি বিভাগের পরিচালক শরীফ শাহ জামাল রাজসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় উদ্ভাবনকে উৎসাহিত করা, ডিজিটাল বৈষম্য দূরীকরণ এবং পুষ্টি, সুস্থ জীবনধারা, আইসিটি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন ও যুব ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ খাতে কার্যকর ডিজিটাল সমাধান বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বিআইআইডি ফাউন্ডেশনের সিইও শহীদ উদ্দিন আকবর বলেন, “বিআইআইডির মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং রবির শক্তিশালী ডিজিটাল অবকাঠামো একত্রে কাজ করলে সমাজে বাস্তব পরিবর্তন আনা সম্ভব। বিশেষ করে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টি ও দক্ষতা উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রবি’র কর্পোরেট ও রেগুলেটরি প্রধান সাহেদ আলম বলেন, “প্রযুক্তির মাধ্যমে সমাজ ও জনগণকে ক্ষমতায়িত করতে বিআইআইডি ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য একটি স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা।”
এই অংশীদারিত্ব ভবিষ্যতে বাংলাদেশকে একটি টেকসই ও ডিজিটাল সমাজে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।