দিনাজপুর-১ আসনে এম পারভেজ হোসাইন শাহ্ গণঅধিকার পরিষদের সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা

প্রকাশিত: 4:11 pm, August 2, 2025 | আপডেট: 4:11 pm,

দিনাজপুর-১ আসনে এম পারভেজ হোসাইন শাহ্ গণঅধিকার পরিষদের সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এম পারভেজ হোসাইন শাহ্-কে এমপি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (১ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে উপজেলা কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এ ঘোষণা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শামছুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি হারুনুর রশিদ হিমেল।

 

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের নিশ্চয়তায় কাজ করছে। অনুষ্ঠানে শেষে একটি আনন্দ র‍্যালি বের হয়, যাতে উপজেলা-ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

ঘোষণার মাধ্যমে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *