খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা সম্পন্ন

প্রকাশিত: 1:40 am, August 4, 2025 | আপডেট: 1:40 am,

খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মীরসরাই উপজেলা শাখার সমাবেশ ও র‍্যালি সফল করার লক্ষ্যে ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত শনিবার (২ আগস্ট) বড়তাকিয়া বাজারে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আকবর মির্জা।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহ্ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ মাঈনুদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ শহিদুল আলম, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জহির উদ্দিন সুমন, যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সমাবেশ ও র‍্যালিকে সফল করার জন্য প্রতিটি ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল তার দায়িত্ব পালন করবে এবং সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *