চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪

প্রকাশিত: 2:05 am, August 4, 2025 | আপডেট: 2:05 am,

চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪

 

স্টাফ রিপোর্টার, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জামায়াতে ইসলামী নয়ারহাট ইউনিয়ন শাখার সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢুষমারা থানার পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও জামায়াত সভাপতি সানোয়ার হোসেন (২৮), আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আব্দুল মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), মাইনুল (২৭), সুমন (২৬) এবং আরেকজন আবু বকর (৪০)। তারা সকলেই ঢুষমারা থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দক্ষিণ খাউরিয়ার একটি বাড়িতে জুয়ার আসর বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

 

ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জুয়া, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

 

এদিকে রাজনৈতিক অঙ্গনে এ ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, “দলের কেউ খারাপ কাজে জড়ালে তার জায়গায় নতুন মানুষ আনা হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর।”

 

উল্লেখ্য, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে এ ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *