“মৃত্যু অনিবার্য ও নির্ধারিত” একটি পর্যালোচনা


মুফতী মোহাম্মদ ইমদাদুল হক কাদেরী:
ইসলাম ধর্মে মৃত্যু হলো জীবনের একটি অনিবার্য ও নির্ধারিত বিষয়, যা দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার সেতুবন্ধন। মানুষের মৃত্যুর মাধ্যমে তার জীবনের সকল আশা-আকাঙ্খার পরিসমাপ্তি ঘটে। মৃত্যু থেকে আপনি আমি কেউই মুক্ত নয়, এটি জীবনের চূড়ান্ত বাস্তবতা। মহান আল্লাহ তা’য়ালা মৃত্যু সম্পর্কে সূরা আলে ইমরানের ১৮৫ নং আয়াতে বলেন – “প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ” আমরা যেখানে থাকি যেথায়ই থাকি, মৃত্যু আমাদেরকে সর্বদা তাড়া করছে। কাহারও মৃত্যুর সময় আগে পরে করার কোন সুযোগ ইসলামে নেই।এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা সূরা আল-আরাফ এর ৩৪ নং আয়াতে ইরশাদ করেন – “প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। তাদের সময় আসলে এক মুহূর্তও বিলম্ব করা হবে না। ” মৃত্যু থেকে কেউই নিজেকে বা অন্য কাউকে ফেরাতে পারে না। এ শক্তি বা ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’য়ালা সূরা মুনাফিকুন এর ১১ নং আয়াতে বলেন – “যখন কারও মৃত্যু আসবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক! আমাকে কিছু সময়ের জন্য দেরি দিন, যাতে আমি কিছু সদকা দেই এবং সৎকাজ করতে পারি। কিন্তু যখন সময় আসে, তখন তা আর পিছানো হয় না। ” মানুষের মৃত্যু হলো ঘুম ভাঙ্গার মতো। যেমন সহীহ বুখারীর ৬৫১০ নং হাদীসে প্রিয় নবী হযরত মুহাম্মদ দঃ বলেন – “মানুষ ঘুমন্ত, তারা তখনই জাগ্রত হবে যখন তারা মারা যাবে। ” আপনি আমি ঘরে কিংবা বাহিরে, রাস্তা-ঘাটে, দোকানপাটে,হসপিটালের বেডে ও চলন্ত গাড়িতে যে কোন অবস্থায় থাকি মৃত্যু আমাদের অনিবার্য। এ জন্য ক্ষনস্থায়ী এ পৃথিবীতে আমরা যেন আরাম-আয়েশ ও ভোগবিলাসে মৃত্যুর কথা ভুলে না যাই, সে দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ক্ষনস্থায়ী এ জীবনে আমাদের পরকালীন অনাধি- অনন্ত সুখ শান্তিপূর্ণ জীবনের জন্য প্রস্ততি নেওয়ার শ্রেষ্ঠ পন্থা হলো সৎকাজ,অধিক পরিমাণে তাওবা ও সর্বদা মৃত্যুর কথা স্বরন করা। মৃত্যু হলো জীবনের চূড়ান্ত বাস্তবতা, যা এড়ানো কোনভাবেই সম্ভব নয়। মহান আল্লাহ তা’য়ালা আমাদেরকে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্বরন করার তাওফীক দান করুক। আমীন।
লেখক:
ইসলামী ইতিহাস বিষয়ক চিন্তাবিদ, গবেষক ও লেখক