কুয়াকাটায় সাগরে ডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার


প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুর ২টা ২০ মিনিটে সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে খুলনা থেকে আসা সাত বন্ধুর সঙ্গে পারভেজ গোসল করতে নামলে হঠাৎ স্রোতের তোড়ে তলিয়ে যান তিনি। প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী হারুন জানান, ছেলেটি পানিতে হাত উঁচিয়ে সাহায্য চাইছিল, কিন্তু পৌঁছানোর আগেই সে তলিয়ে যায়।
সামাদের সঙ্গী সেলিম রেজা বলেন, “আমরা আনন্দ করতে এসে বন্ধুর মরদেহ নিয়ে ফিরব কখনো ভাবিনি। খুবই কষ্ট হচ্ছে।”
কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন জানান, উদ্ধারকৃত মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।