বালিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: 6:18 am, August 7, 2025 | আপডেট: 6:18 am,

বালিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

রাজবাড়ী প্রতিনিধি | মো. জাহিদুর রহিম মোল্লা “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট।

 

বুধবার (৬ আগস্ট) বিকাল ৩টায় বালিয়াকান্দি মিনি স্টেডিয়ামে (কুঠির মাঠে) এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আহ্বায়ক খন্দকার মশিউল আজম চুন্নু।

 

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। টুর্নামেন্টের আয়োজন করে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, বালিয়াকান্দি উপজেলা শাখা।

 

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়াতেই এই আয়োজন।

 

উদ্বোধনী খেলায় বহরপুর ফুটবল একাদশ ২-১ গোলে জঙ্গল ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *