গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: প্রধান আসামির হত্যার কথা স্বীকার করেছেন

প্রকাশিত: 1:39 pm, August 9, 2025 | আপডেট: 1:39 pm,

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: প্রধান আসামির হত্যার কথা স্বীকার করেছেন

নিজস্ব প্রতিবেদক:      গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর র‍্যাব-১-এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।

র‍্যাব জানায়, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *