আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখা বড় চ্যালেঞ্জ: প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন


নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ হবে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় পরিস্থিতি আরও উন্নত হবে।
শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি বলেন, “গত বছরের জুলাই-আগস্টের পর আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। আমরা ঘুমাতে পারছি, যদিও পুলিশ ভাইয়েরা এখনো ঘুমাতে পারছেন না। তাঁরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা আরও ভালো হবে—আমরা এমন পরিস্থিতি তৈরি করতে চাই, যাতে মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।”
মানুষের ভোটকেন্দ্রে যাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসারদের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনতে হবে।”
দেশে রাষ্ট্র, সরকার, দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একাকার হয়ে গেছে উল্লেখ করে সিইসি বলেন, “এই অবস্থা ভেঙে গেলে সব একসঙ্গে ধসে পড়ে। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনো ভালো।”
তিনি আরও বলেন, “অস্ত্রের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন বড় চ্যালেঞ্জ। পেশাদার সাংবাদিকেরা নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবেন, তবে কিছু ‘ফেসবুক সাংবাদিক’ ও এআই ব্যবহার করে খণ্ডিত বক্তব্য প্রচার করছেন, যা উদ্বেগজনক।”
সভায় সভাপতিত্ব করেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এতে রংপুর বিভাগের আট জেলার নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নির্বাচন–সংক্রান্ত আরেকটি মতবিনিময় সভায় সিইসি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এতে বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।